IQNA

সাইয়্যেদ সাদেক মুসলিমীর সুললিত কণ্ঠে সূরা নামলের ৮৮ নম্বর আয়াতে  তেলাওয়াত + ভিডিও

ইকনা- ইরানের তরুণ ক্বারি সাইয়্যেদ সাদেক মুসলিমী সূরা "নামাল"এর ৮৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

ইরানের তরুণ ক্বারিদের সদস্য সাইয়্যেদ সাদেক মুসলিমী কোরআনের সুপ্রিম কাউন্সিল কর্তৃক আয়োজিত তরুণ ক্বারিদের জাতীয় দলের ১২তম উচ্চশিক্ষা কোর্সে বরকতময় সূরা "নামাল"এর ৮৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। 


وَ تَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ۚ صُنْعَ اللَّهِ الَّذِي أَتْقَنَ كُلَّ شَيْءٍ ۚ إِنَّهُ خَبِيرٌ بِمَا تَفْعَلُونَ ﴿٨٨﴾


এবং তুমি পর্বতমালাকে দেখে নিশ্চল মনে কর, অথচ তা মেঘপুঞ্জের ন্যায় চলমান। এও আল্লাহর শিল্প-শৈলী যিনি সমস্ত কিছুকে দৃঢ় প্রতিষ্ঠিত করেছেন। নিশ্চয় তোমরা যা কর তিনি (আল্লাহ) সে সম্পর্কে সবিশেষ অবহিত।

4257439#

 

captcha